সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: নাসিরনগরে হিন্দুদের সম্পর্কে ‘বিতর্কিত মন্তব্য’কারী মন্ত্রী ছায়েদুল হকের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওই ঘটনায় তার সামান্যতম দোষও নেই। আমরা সমস্ত এলাকা পরিদর্শন করেছি। তার কোনো ত্রুটি খুঁজে পাইনি।
তিনি বলেন, যে মন্দিরে হামলার কথা বলা হয়েছে, সেটা নির্মাণে মন্ত্রী সহযোগিতা করেছিলেন। আর সেখানে ৪০ ভাগের বেশি ভোট সংখ্যালঘুদের, তাদের ভোটেই ৬ বার সাংসদ হয়েছেন তিনি।
সোমবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে, দক্ষ বাংলাদশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক আলাচনায় তিনি স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি ১৪ দলের প্রতিনিধি দলের প্রধান হিসেবে নাসিরনগর পরিদর্শনে যান নাসিম। এর আগে ছায়েদুল হক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হিন্দুদের বিষয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ বিষয়টি অস্বীকার করে প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন।
১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, সরকারকে বিব্রত করার জন্য জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। এজন্য সরকারকে সবার সহযোগিতা ও সজাগ থাকার আহ্বান জানান।
নাসিম বলেন, সংখ্যালঘুদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
গণ-প্রকৌশল দিবস ও আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের এ সমাপনী আলাচনায় আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি