নরসিংদীতে দুই চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষে নিহত ৩,পুলিশ সহ আহত ৩৬

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

নরসিংদীতে দুই চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষে নিহত ৩,পুলিশ সহ আহত ৩৬

নিউ সিলেট ডেস্ক :::::   আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সোমবার বিকালে দুপুরে রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোমেন মিয়া, মানিক মিয়া ও খোকন সরকার।
পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক ও বর্তমান চেয়ারম্যান তাজুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরও হামলা চালায় তারা। এতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার উদ্দিন, তিন এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধ অবস্থায় ১৩জনকে আটক করেছে পুলিশ।



This post has been seen 477 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১