গাইবান্ধায় ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করেছে

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

গাইবান্ধায় ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করেছে

নিউ সিলেট ডেস্ক :::::   গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, গাইবান্ধার ওই ভূমি ১৯৫৪ সালে চিনিকলের জন্য অধিগ্রহণ করা হয়। ওই জমি কখনো সাঁওতালদের ছিল না। গত ৬২ বছরে ওই জমির মালিকানা কেউ দাবি করেনি। হঠাৎ করে ভূমিদস্যুরা সাঁওতালেরে ব্যবহার করে জমি দখল করার চেষ্টা করেছিল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, আইন-‍শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু তাদের উচ্ছেদ করেছে। এই জমি চিনিকলের। তবে হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।
এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, নাসিরনগরে আওয়ামী লীগের দুইপক্ষের দ্বন্দ্বের কারণে হিন্দুদের বাড়িঘরে হামলার যে খবর গণমাধ্যমে এসেছে তা ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সঙ্গে জড়িত। তবে যারাই জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে।
নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন দেয়া নিয়ে গণমাধ্যমের খবর সত্য নয় বলে দাবি করেছেন আইজিপি শহীদুল হক। তিনি বলেন, এখনো কোনো তদন্ত প্রতিবেদন পুলিশ দেয়নি। পত্রিকায় যে খবর এসেছে তা সত্য নয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নাসিরনগর ও গাইবান্ধায় যারা হামলায় জড়িত তাদের বিচর করা হবে।
বৈঠকে অন্যদের মধ্যে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিজিব ও র‌্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুত্র-15/11/16-DT



This post has been seen 314 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১