সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: আড়াই ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের আহ্বানে বেলা দেড়টার দিকে শাহবাগ মোড়ের দ্বিতীয় দফার অবরোধ তুলে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিতে গেছেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ফের অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার একই স্থানে ৮ ঘণ্টা অবরোধ শেষে ৩ দিনের অল্টিমেটাম দিয়ে প্রথমে ৪ দফা ও পরে ৬ দফা দাবি উত্থাপন করা হয় অবরোধ কর্মসূচি থেকে।
দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের এ আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের ঘিরে রেখেছেন।
শাহবাগ মোড়ে বেলা ১১টা থেকে আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি চলাকালে এখান থেকে সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ তুলে নেওয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বেলা ১টার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা এখন সভ্য জগতের মানুষ। এই সভ্যতার যুগে এসেও কিছু অসভ্য মানুষ সমাজে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। এখনো আমাদের সমাজে সাম্প্রদায়িকতার নামে মানুষকে নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘুদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে দোষীদের দ্রুত আআইনের আওতায় এনে শাস্তির আহবান জানাচ্ছি।’
এ সময় ভিসি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করে ক্যম্পাসে ফিরে যাওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আমি সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে তোমাদের দাবির বিষয়ে কথা বলবো। এ দাবি শুধু তোমাদের নয়। আমাদেরও, আদেশের অসাম্প্রদায়িক সকল মানুষের।’
এ সময় ছাত্রলীগের পক্ষ থেকেও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
অবরোধ প্রত্যাহারের আগে আন্দোলনকারীদের মুখপাত্র মানিক রক্ষিত বলেন, ‘আমরা সকারের কাছে অবিলম্বে আমাদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে আগামী ৩০ নভেম্বরের আগে আমাদের দাবি মেনে নিন।’
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকসহ স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয় সকল কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি; ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরসমূহকে অতিদ্রুত ক্ষতিপূরণ এবং পূর্ণবাসনের ব্যবস্থা করা; এসব হামলার ইন্ধনদাতা ও সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠার ঘোষণা।
সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে শুক্রবার সকালে টিএসসি থেকে নাসিরনগর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় শাহবাগের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার আবরোধ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে এই ৪ দফা দাবি মেনে না নেওয়া হলে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে শাহবাগসহ সারাদেশে একযোগে বিক্ষোভ সমাবেশ ও লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। এর পাঁচদিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
সুত্র-15/11/16-PB
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি