নরসিংদীর দুই চেয়ারম্যানের সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

নরসিংদীর দুই চেয়ারম্যানের সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

নিউ সিলেট ডেস্ক :::::   আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় পুলিশ ও দুইদল গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত ও ওসিসহ অর্ধশতাধিক আহতের ঘটনায় থানায় দুটি মামলা করেছে পুলিশ।
রায়পুরা থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে এই দুটি মামলা করেন। তবে নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরইমধ্যে গত শনিবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনদিন ধরে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ।
এতে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। সর্বশেষ সোমবার সকালে দুইপক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের ওপর ককটেল ও টেঁটা নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও গ্রামবাসী ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্যানেড ও শটগানের গুলি ছুড়ে। এতে ককটেলের স্প্রিন্টারে আহত হয় রায়পুরা থানার ওসি আজহার উদ্দিনসহ ৫০ জন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে ও উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে এই মামলা দুইটি করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সকালে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এইদিকে মঙ্গলবারও নিলক্ষার গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুত্র-15/11/16-PB



This post has been seen 393 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১