প্রমাণ হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে আওয়ামী লীগ জড়িত: ফখরুল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

প্রমাণ হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে আওয়ামী লীগ জড়িত: ফখরুল

নিউ সিলেট ডেস্ক ::::  দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় বার বার প্রমাণিত হয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীর শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির কর্মী সমাবেশের আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।
আওয়ামীলীগ সরকার নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দাবী করলেও তারাই মূলত সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রমাণ হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী, যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে।’
বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও অপদার্থ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে অতীতে স্থানীয় নির্বাচন দেশবাসী দেখেছে। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।
আসন্ন জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে কি না দলীয়ভাবে এখন পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ দলের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র-15/11/16-DT



This post has been seen 305 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১