নভেম্বরের শেষদিকে দেশে ফিরছেন আশরাফ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

নভেম্বরের শেষদিকে দেশে ফিরছেন আশরাফ

নিউ সিলেট ডেস্ক ::::   আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নভেম্বরের শেষদিকে ঢাকায় ফিরবেন। বর্তমানে তিনি লন্ডনে অসুস্থ স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন।
আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে দলের সভাপতিমণ্ডলিতে ঠাঁই পান। আর নতুন সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।
এরপর গত ২৮ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
অসুস্থ স্ত্রীকে দেখতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ছুটি নিয়েই জনপ্রশাসনমন্ত্রী লন্ডন যাত্রা করেছিলেন। তবে আশরাফ ১৫ দিনের না এক মাসের ছুটি নিয়েছেন তা নিয়ে ছিল অস্পষ্টতা। এমনকি মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলম শাহীনও তখন ওই বিষয়ে কোনো তথ্য প্রদান করেননি। ফলে আশরাফ আসলে কবে ফিরবেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, যুক্তরাজ্যে এখনও দলীয় কোনো কর্মসূচিতে আশরাফ অংশ নেননি।
সৈয়দ আশরাফ কবে ফিরছেন জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রীর তথ্য কর্মকর্তা মুমিনুল হক  বলেন, এ মাসের শেষদিকে তিনি দেশে ফিরবেন।
লন্ডনে আশরাফের ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, উনার স্ত্রী অসুস্থ। তিনি পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন। রাজনৈতিক বা অন্য কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি।

সুত্র-15/11/16-PB



This post has been seen 302 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১