খুনিদের আশ্রয় দাতাদের জনগণ কোনো দিন ভোট দেবে না : নাসিম

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

খুনিদের আশ্রয় দাতাদের জনগণ কোনো দিন ভোট দেবে না : নাসিম

নিউ সিলেট ডেস্ক :::::  বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণ সঙ্গে থাকলে পুলিশের ব্যারিকেড ভেঙে আপনারা সমাবেশে করুন। আপনারা ক্ষমতায় থাকার সময় আমাদের মিটিং শান্তিপূর্ণভাবে করতে দেননি। ২১ আগস্টের সমাবেশে হামলা চালিয়ে আমাদের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এর কোনো বিচার হয়নি, এমনকি কোনো তদন্ত পর্যন্ত হয়নি। এখন বলেন দেশে গণতন্ত্র নেই।
‘সরকার আমাদের সমাবেশে করতে দিচ্ছে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমাদের মিছিল করতে দেননি। আমরা ব্যারিকেড ভেঙে সামাবেশ করেছি। পুলিশ আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, কিন্ত শত বাধা অতিক্রম করে আমরা সামাবেশ করেছি।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
৭ নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি বিএনপি। অল্প সময়ের নোটিশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ২৭টি শর্তে পুলিশ অনুমতি দিলেও বিএনপি সেই সমাবেশ করেনি। পরে ১৩ নভেম্বর আবারও সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। তবে এবারও অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত সোমবার এর প্রতিবাদে বিক্ষোভ করে বিএনপি।
মোহাম্মদ নাসিম বলেন, আর যাই হোক খুনিদের কোনো দিন ক্ষমতায় আসতে দেয়া যাবে না। যারা খুনিদের আশ্রয় নিয়েছেন তাদের এদেশের জনগণ কোনো দিন ভোট দেবে না।
সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির প্রতি আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এ মালেক বলেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
এস এ মালেকের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব উদ্দিন বীরবিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদার আলী প্রমুখ বক্তব্য দেন।

সুত্র-15/11/16-DT



This post has been seen 326 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১