সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকা থেকে ‘মিনি কুপার’ ব্র্যান্ডের ৬০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক ফাঁকির অভিযোগে মঙ্গলবার গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জব্দ করা গাড়িটি কারনেট সুবিধায় দেশে আনা হয়েছিল। ২০০৫ মডেলের গাড়িটির চেসিস নম্বর: WMWRC32060TE03766। এর ইঞ্জিন ক্যাপাসিটি ১৬০০ সিসি।
জানা গেছে, চট্টগ্রামের চটেশ্বরী এলাকায় এক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে গাড়িটি ব্যবহার করছিলেন ওই ব্যবসায়ী। আমদানি ও নিবন্ধন সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি গাড়িটির কথিত মালিক।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, শুল্কমুক্ত সুবিধায় কারনেটের মাধ্যমে ছাড় করে নির্দিষ্ট সময় পরে বিদেশে ফেরত পাঠানোর শর্ত থাকলেও গাড়িটি ফেরত পাঠানো হয়নি। পরে ধরা পড়ার ভয়ে বিআরটিএ-র নিবন্ধনও করেননি গাড়িটির ব্যবহারকারী।
এ বিষয়ে কাস্টমস আইন ১৯৬৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গ্রহণ করা হবে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।
সুত্র-15/11/16-PB
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি