ফ্লাইট নামের আত্মঘাতী রোবট তৈরি করল রাশিয়া

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

ফ্লাইট নামের আত্মঘাতী রোবট তৈরি করল রাশিয়া

নিউ সিলেট ডেস্ক :::::   অত্যাধুনিক এবং শক্তিশালী জোড়া ঘাতক রোবট তৈরি করল রাশিয়া। এই রোবট অন্তত ৬ কিলোমিটার দূর থেকে মানুষের গতিবিধি শনাক্ত করে তার বিরুদ্ধে আঘাত হানতে পারবে। এ ছাড়া, রুশ সীমান্তের কাছাকাছি আসার অনেক আগেই যে কোনও আশংকাজনক হুমকিকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারবে এই জোড়া রোবট। শত্রুপক্ষের মোকাবিলায় রুশ সীমান্তের প্রহরায় এই রোবট মোতায়েন করা হবে। এগুলো আকাশেও নজরদারি করতে পারবে। রুশ সীমান্তে ঢোকার অনেক আগেই স্থল বা আকাশ পথের যে কোনও হুমকি নিশ্চিহ্ন করার সক্ষমতা আছে এই দু’টি রোবটের।
ফ্লাইট নামের এই জোড়া রোবটে যে সব গুরুত্বপূর্ণ প্রযুক্তি বসানো রয়েছে তার মধ্যে রাডার, এইচডি এবং থার্মাল ভিডিও ইমেজিং ও একাধিক দূরপাল্লার গ্রেনেড লাঞ্চার। নীচু দিয়ে ও উড়ে আসা ড্রোনসহ অন্যান্য যানবাহন শনাক্ত করতে এই রোবটে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা থাকবে। এগুলো দিয়ে দূরপাল্লার কামানের লক্ষ্যবস্তু নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন রুশ ইঞ্জিনিয়াররা। গোয়েন্দা সংস্থাগুলো যখন রুশ আকাশসীমায় গোয়েন্দা ও নজরদারি বিমান পাঠাচ্ছে তখন এই রোবট তৈরির কথা জানাল রাশিয়া। অনাকাঙ্ক্ষিত আগন্তকদের বিরুদ্ধে পাহারা ব্যবস্থা জোরদার করতে এটি রুশ কর্তৃপক্ষকে জোরালোভাবে সহায়তা করবে।

সুত্র-15/11/16-kkt24*7



This post has been seen 396 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১