ভারতকে কড়া জবাব দাও! পাক সেনাকে নির্দেশ রাহিল শরিফের

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

ভারতকে কড়া জবাব দাও! পাক সেনাকে নির্দেশ রাহিল শরিফের

নিউ সিলেট ডেস্ক :::::   ৭ পাক সেনার মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ জটিল হচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তের পরিস্থিতি। ভারতীয় সেনাকে কড়া ভাষায় জবাব দেওয়ার নির্দেশও দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এক বিবৃতিতে এমনটাই খবর দিয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, ভারতের তরফ থেকেও ইতিমধ্যে পাকিস্তানকে কড়া ভাষার পাল্টা জবাবা দেওয়ার নির্দেশ দিয়েছে, সেক্ষত্রে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে। শেষ পয়ন্ত যুদ্ধও লেগে যেতে পারে। যদিও গত কয়েকমাস ধরে ভারতের বুকে পাকিস্তান ছায়াযুদ্ধই চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কড়া ভাষাতে পাকিস্তানকে জবাবও দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে।

পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, জেনারেল রাহিল ঝিলামে পাক সেনাদের ব্রিফ করার সময় তার ভাষায় বলেছেন, পাক সেনারা মাতৃভূমি রক্ষার জন্য কোনও প্রচেষ্টা যেন বাদ না দেন। ভারতীয় সেনাদের গুলিতে নিহত পাকিস্তানের সাত সেনার মৃত্যুর পরিপ্রেক্ষিতেই জেনারেল রাহিল শরিফ এই নির্দেশ দেন।
এদিকে, পাকিস্তানের সাত সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়। পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমাদ চৌধুরী ভারতীয় হাইকমিশনার গৌতম ভাম্বাওয়ালেকে ডেকে সাত সেনা হত্যার প্রতিবাদ ও নিন্দা করেন। আইজাজ চৌধুরী ভারতীয় হাইকমিশনারকে পাকিস্তানের এই প্রতিবাদ ও নিন্দার কথা ভারত সরকারকে জানিয়ে দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে কার্যত ভারত যে হুমকির সুরেই আইজাজ চৌধুরী বলেছেন, পাকিস্তান ধৈর্য ধরার নীতি নিয়েছে তবে তাকে যেন ভারত দুর্বলতা না ভাবে সে বিষয়েও তিনি সতর্ক করে দেন। যদিও ইসলামাবাদের এহেন ফাঁকা হুমকি কানে তুলতে চায় না ভারত। গত কয়েকদিনের যেভাবে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে পাকিস্তান। পাকসেনার গুলিতে শহিদ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ানও। সেখানে দাঁড়িয়ে ভারতের পদক্ষেপ ঠিকই পথে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিকমহল।

সুত্র-15/11/16-kkt24*7



This post has been seen 360 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১