সাহায্য করতে গিয়ে অপমানিত হলেন প্রিয়ঙ্কা!

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

সাহায্য করতে গিয়ে অপমানিত হলেন প্রিয়ঙ্কা!

নিউ সিলেট ডেস্ক ::::   হলিউডে এখন বেশ ব্যস্ত তিনি। বেশ জনপ্রিয়ও হয়েছেন তিনি। কিন্ত হলিউডে তার পায়ের তলার জমি ইদানীং একটু শক্ত হয়েছে বটে, কিন্ত তার জন্য কম কিছু সহ্য করতে হয়নি তাকে! এমনটাই  জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। যত বিখ্যাত হচ্ছেন তিনি তত তার সাক্ষাৎকারে উঠে আসছে নানা তিক্ত অভিজ্ঞতার কথা। যেমন, সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, হলিউডে বর্ণবিদ্বেষেরও শিকার হয়েছিলেন তিনি। এ কথাও অনেকেরই হয়তো জানা আছে, কিছু দিন আগেই একটি মার্কিন টক শো-এ তাকে হেয় করার চেষ্টা করা হয়। ২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ কে প্রশ্ন করা হয় তিনি হলিউডে আসার আগে থেকেই ইংরেজি বলতে পারতেন কি না! কিন্ত সম্প্রতি হলিউডে তার কদর বাড়লেও পরিস্থিতি হয়তো এখনও পুরো বদলাতে দেরি আছে! কারণ, খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারেই প্রিয়ঙ্কা জানিয়েছেন, সাহায্য করতে গিয়ে সম্প্রতি অপমানিত হতে হয়েছে তাকে। ওই ঘটনার কথা জানাতে গিয়ে প্রিয়ঙ্কা বলেন, এক বার যাতায়াতের পথে বিমানবন্দরে নায়িকা দেখেন বেশ কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা। প্রিয়ঙ্কা তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। জানতে চান, তিনি একটা-দুটো ব্যাগ এগিয়ে দেবেন কি না! এর উত্তরে কড়া ভাষায় প্রিয়ঙ্কার সাহায্য প্রত্যাখ্যান করেন তিনি। সাহায্যের হাত বাড়িয়ে এমন কোনও পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না প্রিয়ঙ্কা।

সুত্র-15/11/16-AND

 



This post has been seen 418 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১