২০১৬-র সেরা এন্টারটেইনার জ্যাকলিন? কী ভাবে জানেন?

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

২০১৬-র সেরা এন্টারটেইনার জ্যাকলিন? কী ভাবে জানেন?

নিউ সিলেট ডেস্ক ::::   গোটা বছরটা জ্যাকলিন ফার্নান্ডেজ দর্শকদের এন্টারটেইন করে গিয়েছেন। বড় পর্দা থেকে হোক বা ছোট পর্দা সর্বত্রই ছিল জ্যাকলিনের দাপট। এই বছর জ্যাকলিন অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘এ ফ্লায়িং জাট’, ‘ঢিসুম’ এবং ‘হাইজফুল থ্রি’। এই ছবিগুলির টেলিভিশন প্রিমিয়ার অত্যন্ত সফল।image-11 একটি বিখ্যাত সংস্থা টেলিভিশন রেটিং পয়েন্টের ভিত্তিতে সেরা দশটি শো এর নাম প্রকাশ করে। আর একটি টিআরপি’র বিচারে এই জ্যাকলিন অভিনীত ছবিগুলি প্রথম পাঁচের মধ্যে রয়েছে। আর এই জন্যই এ বছরের সেরা মহিলা এন্টারটেইন হিসেবে মনোনীত হয়েছেন।

সুত্র-15/11/16-AND



This post has been seen 495 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১