শৃঙ্খলা অমান্যকারী আওয়ামী লীগে থাকার অধিকার নেই: কাদের

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

শৃঙ্খলা অমান্যকারী আওয়ামী লীগে থাকার অধিকার নেই: কাদের

নিউ সিলেট ডেস্ক :::::  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তিনি বলেন, যারা বিভেদে করবে ও শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।
বুধবার সকালে যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন।
সাধারণ সম্পাদক বলেন, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্ত মানুষের ভালোবাসার ফুল কোনো দিন শুকিয়ে যাবে না।
এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতারা ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান। পরে যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি।
এরপর ওবায়দুল কাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকাল তিনটায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন।16/11/16-DT/-



This post has been seen 283 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১