নাসিরনগর হামলা বিতর্কিত পোস্টদাতাকে খোঁজা হচ্ছে : কামাল

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

নাসিরনগর হামলা বিতর্কিত পোস্টদাতাকে খোঁজা হচ্ছে : কামাল

নিউ সিলেট ডেস্ক :::::  যে বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছিল সেই পোস্টটি দেয়া হয়েছিল একটি কম্পিউটারের দোকান থেকে। সেই দোকানের মালিককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উস্কানিমূলক পোস্টদাতাকে খুঁজে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে বলে মনে করেন মন্ত্রী।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, নাসিরনগরে এখনও পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে, শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না। তবে কেউ উদ্দেশ্যমূলক ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন মন্ত্রী।
গত ৩০ অক্টোবর নাসিরনগরে এক হিন্দু যুবকের নামে ফেইসবুকে ইসলাম সম্পর্কে ‘কটূক্তিমূলক’ একটি পোস্ট দেয়া হয়। এটাকে কেন্দ্র করে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর পাঁচ দিনের মাথায় ৪ নভেম্বর একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে। ১৩ নভেম্বর নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
যে যুবকের নামে ফেইসবুকে এই পোস্ট দেওয়া হয়েছিল তার রাম রসরাজ। তিনি পেশায় একজন জেলে এবং পড়াশোনা করেছেন কমই। তিনি কোনো স্মার্টফোন চালান না, কম্পিউটার চালাতেও জানেন না। গ্রেপ্তারের পর তিনি পুলিশকে বলেন, তিনি এই পোস্ট সম্পর্কে কোনো ধারণাই নেই তার।
দেশ জুড়ে আলোড়ন তোলা ঘটনাটি তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে উস্কানিমূলক সেই পোস্টটি দেয়া হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে প্রকাশ হয়েছে, স্থানীয় সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে ঘায়েল করতে সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছেন। হামলাকারীরা কেউ স্থানীয় নয়- এমন কথা প্রকাশ্যেই বলেছেন প্রাণিসম্পদমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চান গণমাধ্যমকর্মীরা। আওয়ামী লীগের কোন্দলের কারণেই পরিকল্পনা করেই এই হামলা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখনই এ ব্যাপারে কোনো কথা বলবো না। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ নিয়ে কথা বলবো।16/11/16-DT/-



This post has been seen 241 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১