আমরা পাই ,পাকিস্তান নয় : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

আমরা পাই ,পাকিস্তান নয় : বাণিজ্যমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক :::::   বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনার যে দাবি পাকিস্তান করেছে এটাকে অবাস্তব, ভিত্তিহীন ও অকল্পনীয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এই দাবি পাকিস্তান কখনও করতে পারে না। বরং উল্টো তাদের কাছে আমরা দাবি করার অধিকার রাখি। তারা নয়, আমরাই তাদের কাছে পাই।
বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তোফায়েল এসব কথা বলেন। নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ ব্যাপারে জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তোফায়েল।
বাণিজ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের এই তাদের স্বাভাবিক চরিত্রের বহিঃপ্রকাশ। এই দাবি করার মতো কোনো অধিকার তাদের নেই। আমরা বরং তাদের কাছে অনেক টাকা পাবো।
মঙ্গলবার পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯২১ কোটি পাকিস্তানি রুপি) পাওনা দাবি করে তা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাত্তর পূর্ববর্তী সময়ে ‘অনাদায়ি ফেলে যাওয়া সম্পদের’ আর্থিক মূল্য হিসেবে পাকিস্তান এ অর্থ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) দেশটির সব বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে অর্থের পরিমাণ নির্ধারণের জন্য চিঠি দিয়েছে। ওই চিঠিতে তাদের বাংলাদেশ ও ভারতের কাছে পাওনা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে।
পাকিস্তানের দাবি, তৎকালীন পূর্ব পাকিস্তানে জমি, ভবন, আসবাবপত্র, অফিসের ব্যবহার্য নানা দ্রব্য, যানবাহন, সরকারি বন্ড, ঋণ, বিনিয়োগ করা অর্থের পরিমাণের এখন আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৯২১ কোটি পাকিস্তানি রুপি। চলতি বছরের জুন পর্যন্ত এসব সম্পদের মূল্য নির্ধারণ করেছে তারা।
নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তোফায়েল বলেন, নিউজিল্যান্ড একটি চমৎকার জায়গা, ব্যবসার জন্য খুবই উপযোগী। ইতিমধ্যে তারা আমাদেরকে শুল্কমুক্ত পণ্যের সুবিধা দিয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, নিউজিল্যান্ডে পোশাক, চামড়া ও ওষুধ রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে। নিউজিল্যান্ড আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা আমাদেরকে ব্যবসার সবধরনের সুযোগ-সুবিধা দেবে। নিউজিল্যান্ডে সামনে একটি বাণিজ্য ফেয়ার আছে, আমরা তাতে অংশ নেব।
মন্ত্রী জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে অনেক এগিয়েছে। এখন ১২৩টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে।16/11/16-DT/-



This post has been seen 280 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১