খুলনায় ওড়না পেঁচানো তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

খুলনায় ওড়না পেঁচানো তরুণীর লাশ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক :::::  খুলনায় খাল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশের খাল থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে লবণচরা থানা পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ভোরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে জব্বার সড়কের পাশের খাল থেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে তাকে হত্যা করে লাশ ওই খালে ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না-তা জানারও চেষ্টা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি সরদার মোশাররফ।16/11/16-PB/-



This post has been seen 297 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১