আবারো ক্ষমতায় যাবে বিএনপি: দুদু

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

আবারো ক্ষমতায় যাবে বিএনপি: দুদু

নিউ সিলেট ডেস্ক ::::::  অল্প সময়ের মধ্যেই আবারো ক্ষমতায় যাবে বিএনপি। তবে কীভাবে ক্ষমতায় যাবে সেটা জানি না বলে উল্লেখ করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
আওয়ামী লীগ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না উল্লেখ করে দুদু বলেন, আওয়ামী লীগ তাদের দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর নাম পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম আদালতের রায়ের মাধ্যমে সরিয়ে দেওয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং জিয়াউর রহমানের সম্মান ফিরিয়ে দিয়ে জিয়াকে জাতীয় বীর’ ঘোষণা করা হবে।
মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করে দুদু বলেন, দেশের মাটি ও মানুষের জন্য তার অবদানের কথা বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে পারি তার জীবন থেকে আমরা সেই শিক্ষা নিতে পারি।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা প্রমুখ।16/11/16-PB/-N/



This post has been seen 286 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১