চাকরির নিয়োগ পরীক্ষায় ডিজিটাল যন্ত্রে নকল : গ্রেফতার ৪

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

চাকরির নিয়োগ পরীক্ষায় ডিজিটাল যন্ত্রে নকল : গ্রেফতার ৪

নিউ সিলেট ডেস্ক :::::   দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরির নিয়োগ পরীক্ষায় নকল করতে ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্র সরবরাহ করে প্রার্থীদের সহযোগিতাকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এটিএম কার্ডের মতো যোগাযোগ যন্ত্র, ব্লুটুথ হিয়ারিং ডিভাইস, বিভিন্ন অপারেটরের সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের সাবেক ছাত্র মাসুদ রানা, মার্কেটিং বিভাগের অনিয়মিত শিক্ষার্থী রাজিদুল শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র জুয়েল খান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী কায়সার আলম খোকন। বুধবার বিকেলে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি’র ফরেনসিক বিভাগের প্রধান রওশন আরা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি এটিএম কার্ডের মতো যোগাযোগ যন্ত্র, ৪৫ ব্লুটুথ হিয়ারিং ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৪৭টি সিম, সত্যায়িত করার জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার নামের সিল, দুটি ল্যাপটপ, ছবি সম্বলিত একাধিক শিক্ষার্থীর ছবিসহ আবেদনপত্র, পরীক্ষা পাসের সনদ এবং অগ্রিম ১২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
রওশন আরা বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় প্রার্থীদের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সরবরাহ করে কেন্দ্রে পাঠাতো। পরে বাইরে থেকে ওই যন্ত্র ব্যবহার করে প্রশ্নের উত্তর বলে দিত। তারা অবৈধ কাজ করার জন্য পল্টনে অফিসও নিয়েছিল। সেখানে তারা ভর্তিচ্ছু বা চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ দিত। গত তিন বছর ধরে তারা এসব কাজ করে আসছে বলে জানতে পেরেছেন সিআইডি কর্মকর্তারা।16/11/16-PB/NS/-



This post has been seen 326 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১