রিভলবারের গুলিতে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

রিভলবারের গুলিতে বিএনপি নেতার মৃত্যু

নিউ সিলেট ডেস্ক ::::   রাজশাহীতে গুলিবিদ্ধ হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠিকাদার খন্দকার মাইনুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড়ের বাড়িতে নিজের রিভলবারের গুলিতে আহত হন তিনি।
রাজশাহী ফায়ার সার্ভিস কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, খন্দকার মাইনুল ইসলাম আত্মহত্যা করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খন্দকার মাইনুল ইসলামের ব্যবসা বেশ কিছুদিন ধরে খারাপ অবস্থায় যাচ্ছিল। ব্যাংকে মোটা অংকের ঋণ রয়েছে তার। এ কারণে মানসিক চাপেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খন্দকার মাইনুল ইসলামের ছেলে লেমন জানান, তার বাবা বেশ কিছুদিন ধরেই মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। আর্থিক সমস্যা ছাড়াও তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। এরই মধ্যে একাধিকবার স্ট্রোক করেছিলেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদত হোসেন বলেন, খন্দকার মাইনুল ইসলামের মাথায় (কানের উপরে) ডান পাশ দিয়ে রিভলবারের গুলি ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। নিজের লাইসেন্সকৃত রিভলভারের গুলিতে তার মৃত্যু হয়বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি আত্মহত্যা কি না তদন্ত করছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি মেডিকেল কর্মকর্তা (ইএমও) ডা. আরিফুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই খন্দকার মাইনুল ইসলামের মৃত্যু হয়েছে। তার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।16/11/16-PB/NS/-



This post has been seen 326 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১