মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত মুরসির’

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত মুরসির’

নিউ সিলেট ডেস্ক ::::   মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছেন দেশটির আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে নতুন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।
দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি তার মেয়াদের এক বছরের মাথায় বিক্ষোভের মুখে পড়েন এবং ২০১৩ সালের জুলাইয়ে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। একইসঙ্গে মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করা হয়। এর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অভিযোগে অনেককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারকের সময় বিক্ষোভ চলাকালে আদালত থেকে পালানোর চেষ্টার অভিযোগ ছিল মুরসির বিরুদ্ধে। এ ছাড়া কাতারসহ বিদেশি শক্তিগুলোর কাছে রাষ্ট্রের গোপন তথ্য পাচার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ২০ বছর কারাদণ্ডসহ বিভিন্ন সাজা দেওয়া হয়। মুরসি এসব রায়ের বিরুদ্ধে আপিল করেন।
হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই বিচার আবদুল ফাত্তাহ আল সিসির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।16/11/16/-ntb/ns/-



This post has been seen 399 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১