সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে নিহত ২

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৭

সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে নিহত ২

নিউ সিলেট ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন ১৬ জন। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
আহতদেরা হলেন- মোতাহার (৫০), আসাদ (৫৫), মিরাজ (১৮), লুৎফুন্নেছা (৫০), তানিয়া (৭), বেল্লাল (২৫), ফাতেমা (৪৮), রহিমা (৪৫), হিরা (১৬) ও রোকসানার (৩৫) অবস্থা গুরুতর। হতাহতদের অনেকের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায়।
ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে ও বিধান চন্দ্র জানান, মাওয়া-খুলনা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে বনফুল পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশের মারাত্মক ক্ষতি হয়। এ সময় বাসে থাকা ১৮ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল জানান, ফকিরহাটের দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতলে দুজন মারা গেছেন। তাদের একজন বাসের সুপার ভাইজার বলে প্রাথমিকভাবে জানা গেছে।tr24/ns/-



This post has been seen 251 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮