পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক :  ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে তপন চন্দ্র সরকার (৩০), নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জনিয়েছে, তিনি আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। শনিবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তপন চন্দ্র সরকার সাভারের বাকুতা এলাকার গয়নাথ চন্দ্র সরকারের ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো.আক্কাস মিয়া জানান, তপন মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। শুক্রবার মান্দাইল এলাকার এক আত্মীয়ের বাড়ি যান। সেখান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে মান্দাইল এলাকার একটি পুকুরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে তপনের স্বজনেররা গিয়ে তার লাশ শনাক্ত করে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।tr24/ns/-



This post has been seen 315 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮