ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও অভিমুখে হেফাজত

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৭

ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও অভিমুখে হেফাজত

নিউ সিলেট ডেস্ক : ঢাকায় অবস্থিত মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশে। বেলা সোয়া ১২টায় বায়তুল মোকারাম মসজিদের উত্তরগেট থেকে যাত্রা শুরু করেন তারা। তার আগে বেলা ১১টা থেকে বায়তুল মোকারাম মসজিদের উত্তরগেটে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজত নেতাকর্মীরা। রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে এ প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা নুর হোসেন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, হেফাজতেরর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর নেতা মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা হামিদুল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আহমদুল্লাহ কাশেমি, মাওলানা শেখ গোলাম আজগর প্রমুখ। বক্তারা বলেন, আরাকান রাজ্য স্বাধীন করা ছাড়া কোনো বিকল্প নেই।
হেফাজত নেতারা বাংলাদেশ সরকারকে সীমান্ত খুলে দেয়ারও আহ্বান জানান।pb/ns/-



This post has been seen 226 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮