সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালনের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। এক সাংবাদিক নেতার মামলার প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এর আগে গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ওই মামলা করেন। ওই দিন আদালত ১৭ অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্ত গত ১৭ অক্টোবর খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বাদী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এরপর আদালত ৩ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন। ওই দিনও আদেশ না দিয়ে ১৭ নভেম্বর আদেশের দিন ঠিক করেন বিচারক।
১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ওই শতকের মাঝামাঝি সময় থেকে ১৫ আগস্ট নিজের জন্মদিন হিসেবে পালন শুরু করেন বিএনপি চেয়ারপারসন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার পর থেকে জন্মদিন পালনের আড়ম্বরপূর্ণ আয়োজন আরও বাড়ে। বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা জানাতেই খালেদা জিয়া ঘটা করে কেক কেটে এই জন্মদিন পালন করেন বলে অভিযোগ করছে আওয়ামী লীগ।
সমালোচনার মুখে চলতি বছর খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন উদযাপন করেননি। তবে ওই দিন তার জন্মদিনের মিলাদ পড়ানো হয় বিএনপির কার্যালয়ে। আর ৩০ তারিখ মামলা হয় আদালতে।
এই মামলার অভিযোগে বলা হয়, বেগম খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালে ১৯ ও ২২ আগস্ট দুই জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সাবেক এ প্রধানমন্ত্রীর মেট্টিক পরীক্ষার নম্বরপত্র অনুযায়ী জন্ম তারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬ সাল। ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন ১৯ আগস্ট ১৯৪৫ সাল। তার বিবাহের কাবিননামায় জন্মদিন ৪ আগস্ট ১৯৪৪ সাল। সর্বশেষ ২০০১ সালে মেশিন রিডেবল পার্সপোর্ট অনুযায়ী তার জন্মদিন ৫ আগস্ট ১৯৪৬ সাল।
মামলায় বলা হয়, বিভিন্ন মাধ্যমে খালেদা জিয়ার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার দিন জাতীয় শোক দিবসে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।
মামলায় বলা হয়, শুধুমাত্র বঙ্গবন্ধু ও তার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করেন।
বিএনপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, ১৫ আগস্টেই তাদের নেত্রীর জন্মদিন। আর জাতীয় শোক দিবসের দিন কারও জন্মদিন হলে সেটি উদযাপন করতে কোনো বাধা থাকার কথা নয়।
বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা অবশ্য জানিয়েছেন, তিনি ওই দলে থাকার সময় ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন। কিন্ত সে সময় খালেদা জিয়া তার অনুরোধে কর্ণপাত করেননি।17/11/16-DT/NS/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি