সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: মরক্কোয় অনুষ্ঠিত ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে মারাকাসের মিনারা বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে শেখ হাসিনাকে দেশটির সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমনি সাবি, মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনসহ মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।
বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
মরক্কোর মারাকাশে মঙ্গলবার শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর সহায়তার জন্য একটি বিশ্ব তহবিল গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাবে সবার জন্য স্যানিটেশন ও পানির সহজলভ্যতা এবং এসব বিষয়ের টেকসই ব্যবস্থাপনার কথা বলা হয়। এ সম্মেলনের শীর্ষ এ বৈঠকে ৮০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান অংশ নেন।17/11/16/-BP/NS/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি