বদির জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

বদির জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

নিউ সিলেট ডেস্ক :::::   সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড হওয়া সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদিকে বিচারিক আদালতের খালাস দেয়া রায়ের বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করেছে দুদক।
বৃহস্পতিবার সকালে এ দুটি আপিল দায়ের করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, খালাসের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে এবং জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হয়েছে।
বদির আপিল গ্রহণ করে বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে তাকে ছয় মাসের জন্য জামিন দেন। জামিনের সঙ্গে সঙ্গে তার ১০ লাখ টাকা জরিমানাও স্থগিত করেন আদালত।
সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদারের আদালত আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেয়া হয়। তবে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে খালাস দেয়া হয়।
সাজার রায়ের বিরুদ্ধে গত ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি।
মামলার নথি সূত্রে জানা যায়, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এনে ২০১৪ সালের ২১ আগস্ট নগরীর রমনা থানায় মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ ২০১৫ সালের ৭ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বদির বিরুদ্ধে ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি তুলে ধরা হয়।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুর্নীতির এই মামলায় বদির বিচার শুরু করে আদালত। এ মামলায় দুদকের পক্ষে মোট ১৩ জনের সাক্ষ্য শোনে আদালত। চলতি বছর ১৯ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষ করে ২ নভেম্বর রায় ঘোষণা করা হয়।17/11/16-DT/NS/-



This post has been seen 350 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১