মান্নার রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকান জামিনের আপিল শুনান আগামী ২৭ নভেম্বর

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

মান্নার রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকান জামিনের আপিল শুনান আগামী ২৭ নভেম্বর

নিউ সিলেট ডেস্ক ::::::  রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকানির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই দিন ধার্য করেছেন।
আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায় মান্নাকে জামিন দেয় হাইকোর্ট। এ জামিন আদেশের বিরুদ্ধেও আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গত ৩০ আগস্ট হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ ওই জামিন স্থগিত করেন। পাশাপাশি নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য আসে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে টেলিফোনে কথোপকথন করেন মান্না। ওই কথোপকথনের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে একই বছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ মান্নার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এ দুটি মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে মান্নাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর উচ্চ আদালতে জামিন আবেদন করেন মান্না। ওই বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে একটি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে জামিন আদেশ দেয় আদালত। তবে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহের উসকানির আরও একটি মামলা রয়েছে।17/11/16-DT/NS/-



This post has been seen 320 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১