সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: রাজধানীর উত্তরা ও আদাবর থানা এলাকা থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব। এদের মধ্যে সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জড়িতদের প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং অর্থ সংগ্রহকারী রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।
সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।
এ বিষয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব। বাহিনীটি জানায় এই পাঁচ জঙ্গি নব্য জেএমবির শীর্ষ নেতা সারোয়ার জাহান ও তামিম চৌধুরীর দলের সদস্য।
এই জঙ্গিরাই গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করেছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল ফিতরের জামাতে জঙ্গি হামলার চেষ্টা, দেশের বিভিন্ন এলাকায় গুপ্তহত্যায় এরাই জড়িত ছিল বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, এসব তৎপরতার নেতৃত্ব দিচ্ছিলেন তামিম চৌধুরী। আর র্যাব বলছে, সাম্প্রতিক জঙ্গি তৎপরতার নেতৃত্বে ছিলেন সারোয়ার জাহান।
এই দুই জনই অবশ্য নিহত হয়েছেনিআইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। এদের মধ্যে গত ২৮ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে মারা যান তামিম চৌধুরী। আর গত ৮ অক্টোবর সাভারের আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত হন সারোয়ার জাহান।
এর আগে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন নব্য জেএমবির প্রশিক্ষক হিসেবে চিহ্নিত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামও।
র্যাব জানিয়েছে, সারোয়ার জাহানের আস্তানা থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুযায়ী নব্য জেএমবির ২২ জন সদস্য এখনও সক্রিয়। আটক পাঁচ জন ২২ জনের অংশই কি না- সে বিষয়েও অবশ্য বাহিনীটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ব্রিফিংয়ে আসুন, বিস্তারিত জানতে পারবেন।17/11/16-DT/NS/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি