ঢাকা লিট ফেস্টের উদ্বোধন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

ঢাকা লিট ফেস্টের উদ্বোধন

নিউ সিলেট ডেস্ক :::::  সাহিত্যে নোবেল বিজয়ী ব্রিটিশ সাহিত্যিক ভি এস নাইপল উদ্বোধন করলেন ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল ২০১৬। বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ৩ দিনের এ ফেস্টিভ্যাল উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায ও আহসান আকবর।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ঢাকা লিট ফেস্টের মাধ্যমে বাংলা সাহিত্যের বিশ্বায়ন হচ্ছে। এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব দরবাবে মঞ্চায়ন হচ্ছে বাংলা ও বাংলাদেশি সাহিত্য।
তিনি আরো বলেন, ‘ঢাকা লিট ফেস্টের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় বাংলা সাহিত্যের অনুবাদ। বাংলাদেশি সাহিত্যিকদের অনবদ্য বিখ্যাত সব সৃষ্টি এ ফেস্টিভলকে উপলক্ষ করে অনুবাদ করা হচ্ছে। এতে করে বিশ্ববাসী বিখ্যাত সব বাংলা সাহিত্য পড়ার সুযোগ পাচ্ছে।
বাংলা সাহিত্য অনুবাদের জন্য ‘ঢাকা ট্রান্সলেশন সেন্টার’কে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর বক্তব্যের পরপরই নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক ভি এস নাইপল স্টেজে এসে ফিতা কেটে ঢাকা লিট ফিস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এরআগে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশ সকল ধর্ম, সংস্কৃতি ও সাহিত্য নিরপেক্ষ দেশ। এদেশে সকল ধর্ম ও সব ধরনের সাহিত্য-সংস্কৃতির চর্চার জন্য সকলের সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকির মধ্যেও এ নন্দিত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এ সাহিত্য উৎসব সফলভাবে শেষ হবে বলেও মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্দেশনায় রবীন্দ্রসংগীত পরিবেশন করে সুরের ধারা। তারপর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান। শুরুতেই বক্তৃতা দেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক যথাক্রমে কাজী আনিস আহমেদ, আহসান আকবর ও সাদাফ সায। কাজী আনিস আহমেদ ধন্যবাদ জানান বিদেশি অতিথি ও উপস্থিত সকলকে। পাশাপাশি লিট ফেস্টের আকর্ষণগুলো তুলে ধরেন তিনি।
আহসান আকবর তার বক্তৃতায় আন্তর্জাতিক সাহিত্যিক পরিমণ্ডলে বাংলাদেশের সাহিত্যকে তুলে ধরতে এই উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উৎসব পরিচালকদের মধ্যে সর্বশেষ বক্তৃতা দেন সাদাফ সায। একই সাথে উৎসবটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করা সাদাফ তার বক্তৃতায় বাংলাদেশের দুই হাজার বছরের সাহিত্যিক-সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করে উৎসবটিতে সেসব ঐতিহ্যবাহী লোকসাহিত্যের গানগুলোকে স্থান করে দেওয়ার কথা জানান।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলা একাডেমী আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক উৎসবগুলোর কথা উল্লেখ করেন।
তিন দিনের এই সাহিত্য উৎসব চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছেন ২ শতাধিক শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিকসহ আরও অনেকে। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লিসহ নেপাল, ভুটান স্পেনসহ অনেক দেশের সাহিত্যিকরা আসছেন লিট ফেস্টের আসর সফল করতে।



This post has been seen 315 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১