সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান। সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে আলাদা করার একটি মামলা হাইকোর্টে বিচারাধীন থাকায় দ্বিতীয় মেয়াদের এ নির্বাচনের তফসিল স্থগিত বা বাতিল করার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়।
আবদুল মতিন প্রধানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠান। এতে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
২০১০ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরের বছর ৩১ অক্টোবর নবগঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২২ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে এ সিটির দ্বিতীয় মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৬ ও ২৭ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর।
মোহাম্মদ আলী জিন্নাহ জনান, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন। ওই সময় রিটের শুনানি নিয়ে রুল জারি করেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রুলটি বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে রয়েছে। এ অবস্থায় নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল স্থগিত কিংবা বাতিল করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে সময় দেয়া হয়।
একই সঙ্গে স্থানীয় সরকার সচিবকে এ নির্বাচন বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে।
নির্বাচন স্থগিত না করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করেন বাদীর আইনজীবী।17/11/16-DT/NS/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি