বিটিআরসির পাওনা ১০০ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

বিটিআরসির পাওনা ১০০ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল

নিউ সিলেট ডেস্ক :::::  দ্বিতীয় কিস্তিতে আদালতের নির্দেশনা মেনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাওনার ১০০ কোটি টাকা পরিশোধ করলো মোবাইল অপারেটর সিটিসেল। বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
আহসান হাবিব বলেন, বৃহস্পতিবার দুপুরে সিটিসেল ১০০ কোটি টাকা বিটিআরসিকে জমা দিয়েছে।
জানা গেছে, কয়েক দফা তাগাদা ও নোটিসের পরও সিটিসেল বাকেয়া পরিশোধ না করায় গত ২১ অক্টোবর তরঙ্গ বন্ধ করে দেয় বিটিআরসি। দেনা পরিশোধের প্রতিশ্রুতিতে আদালতের নির্দেশে ১৭ দিন পর সেটির সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা শোধ না করলে ফের তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। সেই আদেশ মেনে সময় শেষ হবার দুই দিন আগেই বৃহস্পতিবার দুপুরে ১০০ কোটি টাকা পরিশোধ করলো সিটিসেল।17/11/16-PB/NS/-



This post has been seen 433 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১