গ্রেপ্তারির প্রতিবাদে ছাত্রদলের একদিনের বিক্ষোভ কর্মসূচি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

গ্রেপ্তারির প্রতিবাদে ছাত্রদলের একদিনের বিক্ষোভ কর্মসূচি

নিউ সিলেট ডেস্ক :::::   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভের কথা জানানো হয়।
বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এই পরোয়ানা জারির নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা দিকবিদিক হারিয়ে একের পর এক হাস্যকর মামলায় দেশনেত্রীকে হয়রানির অভিপ্রায়ে মিথ্যা, বানোয়াট এবং আজগুবি মামলা দিচ্ছে। কিন্ত এতকিছুর পরও শেষ রক্ষা হবে না। জনতার আদালতে এই অবৈধ সরকার এবং আজ্ঞাবহ আদলতের বিচার একদিন ঠিকই হবে।
তারা ঘোষিত কর্মসূচি সব ইউনিটকে যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন।
৯০ দশকের মাঝামাঝি সময় থেকে খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করলেও চলতি বছর তিনি কোনো ধরনের আনুষ্ঠানিকতা পালন করেননি। তবে বিএনপি কার্যালয়ে মিলাদের আয়োজন করা হয়েছিল সেদিন।
তবে গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা জন্মদিন পালনের অভিযোগ এনে ওই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ১৫ আগস্ট জন্মদিন না হলেও সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা জানাতেই ঘটা করে জন্মদিন পালন করেন বিএনপি নেত্রী।
মামলার দিনে আদালত ১৭ অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু গত ১৭ অক্টোবর খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বাদী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এরপর আদালত ৩ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন। ওইদিনও আদেশ না দিয়ে ১৭ নভেম্বর আদেশের দিন ঠিক করেছিলেন বিচারক। বিএনপি অবশ্য দাবি করে আসছে, ১৫ আগস্টই খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন। আর জাতীয় শোক দিবসে কারও জন্মদিন উদযাপনে খারাপ কিছু নয় বলেও দাবি করেছেন দলটির নেতারা।
এর আগে যুবদলের পক্ষ থেকেও শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।17/11/16-DT/NS/-



This post has been seen 284 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১