সংখ্যালঘুদের হামলার আওয়ামী লীগ চালিয়েছে সুস্পষ্ট প্রমাণ আছে : দুদু

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

সংখ্যালঘুদের হামলার আওয়ামী লীগ চালিয়েছে সুস্পষ্ট প্রমাণ আছে : দুদু

নিউ সিলেট ডেস্ক ::::   ক্ষমতায় টিকে থাকতে সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা এবং মন্দিরে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে মুসলিম নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি নাসিরনগরে হামলা আওয়ামী লীগই করেছে। তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এই হামলা চালিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ হামলা চালিয়েছে তার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কিন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
মিয়ানমারে মুসলিম নির্যাতনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, সেখানে এখন ক্ষমতায় আছেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সাং সুচি। অথচ এই গণহত্যায় তার নীরবতা আমাদেরকে বিস্মিত করে। মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এই নেতা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সুকুমার চৌধুরী প্রমুখ।19/11/16-DT/NS/-



This post has been seen 282 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১