ঠাকুরগাঁওয়ে যুবক নিখোঁজের ১০ দিন পর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

ঠাকুরগাঁওয়ে যুবক নিখোঁজের ১০ দিন পর লাশ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক :::::   ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের ১০ দিন পর পরেশ চন্দ্র সিং (২৩) নামে এক যুবকের লাশ বাড়ির পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
দোগাছী গ্রামের একটি ধান ক্ষেত থেকে শনিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়।লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ।
পরেশ ওই উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পানিয়া সিং এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর পরেশ চন্দ্র পারিবারিক কারণে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি হতে বের হয়ে যায়। সেই থেকে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাড়ি হতে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে একটি বিষের বোতল আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা পরেশ তার স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।19/11/16-PB/NS/-



This post has been seen 336 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১