হাওর উন্নয়নে পরিকল্পনা আছে, সমন্বয়ের অভাব : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

হাওর উন্নয়নে পরিকল্পনা আছে, সমন্বয়ের অভাব : অর্থমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক ::::   অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার হাওরাঞ্চলের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বয়ের অভাব আছে বলে স্বীকার করেন মন্ত্রী। আগের যেকোনো সময়ের চেয়ে হাওরে এখন বেশি উন্নয়ন হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘হাওর তথ্য সংগ্রহশালা’ আয়োজিত ‘বৈচিত্র্যময় হাওর’ প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বৈচিত্র্যময় হাওর’ বইটি সম্পাদনা করেছেন কারার মাহমুদুল হাসান।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলাজুড়ে রয়েছে হাওর। হাওরাঞ্চল বছরের প্রায় ছয় মাস পানিতে তলিয়ে থাকে। সেখানকার জীবন যাত্রার মান এখনও অনেক নিচে। প্রচুর সম্ভাবনা থাকলেও পরিকল্পনা ও তা সমন্বয়ের অভাবে হাওরাঞ্চলবাসী অনেকটাই উন্নয়ন বঞ্চিত।
হাওরের মানুষের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশে হাওয়ের আয়তন ও আকার অনেক কমেছে। তবে এটিকে সংরক্ষণের দায়িত্ব আমাদের। তাছাড়া হাওর নিয়ে সরকারের অনেক পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ রয়েছে, যা বাস্তবায়নে সরকার দৃঢ় মনোভাব রয়েছে।তবে মন্ত্রী স্বীকার করেন, হাওর নিয়ে সরকারের অনেক পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নে রয়েছে সমন্বয়ের অভাব। হাওরের সমস্যার সমাধানে সবাইকে নজর দেয়ার আহ্বান জানান মন্ত্রী।
মুহিত বলেন, আগে হাওরে অনেক মানুষের মৃতদেহ পাওয়া যেত, তবে বর্তমানে তা অনেক কমেছে। তাছাড়া সরকার এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ এর সভাপতি ইলিয়াছ কাঞ্চন, সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের সভাপতি ড. মীজানুর রহমান শেলী, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মোমিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন প্রমুখ।19/11/16-DT/NS/-



This post has been seen 316 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১