সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে স্বাধীনতাবিরোধী জামায়াত ও বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টিকে প্রতিষ্ঠা করতে চান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, স্বাধীনতার পর জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করতে হলে নিবন্ধনহীন জামায়াত এবং ফ্রিডম পার্টির সঙ্গেও রাষ্ট্রপতিকে আলোচনায় বসতে হবে। খালেদা জিয়া আসলে এটাই চান।
শনিবার বিকালে রাজধানীর একটি কনভেশন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তগত ১৯ নং ওয়ার্ড আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন রাজ্জাক।
স্বাধীনতাবিরোধী জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে তারা। আর বঙ্গবন্ধুর খুনি ফারুক, রশিদের নেতৃত্বে গঠিত ফ্রিডম পার্টি বাংলাদেশে সন্ত্রাসের জন্য আলোচিত ছিল। এখন অস্তিত্ব না থাকলেও এরশাদ এমনকি খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালেও তাদের কার্যক্রম ছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর ফ্রিডম পার্টি প্রধান বিরোধীদল হয়।
আওয়ামী লীগ নেতা রাজ্জাক বলেন, খালেদা জিয়া এই প্রস্তাবের মাধ্যমে যে কোন কায়দায় নিবন্ধনহীন জামায়াত ও সন্ত্রাসী ফ্রিডম পার্টিকে আলোচনায় আনতে চায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পূর্ণগঠন নিয়ে রাষ্ট্রপতি সংবিধান মতে ব্যবস্থা নিবেন। তাঁর উপর আমাদের আস্থা রয়েছে, তিনি নিরপেক্ষ ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আওয়ামী লীগের সভাপতিম-লীর এ সদস্য বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘক্ষণের প্রস্তাবে নতুন কিছু নেই। কারণ তিনি যে সকল প্রস্তাব দিয়েছেন তাঁর বেশকিছু সুবিধা অনেক আগ থেকেই নির্বাচন কমিশন ভোগ করছে। তার মধ্যে অন্যতম হলও অর্থনৈতিকভাবে স্বাধীন নির্বাচন কমিশন। যে সুবিধা পাবলিক সার্ভিস কমিশনসহ অনেক সংস্থা দাবি করছে এখন।
নির্বাচনে সাতদিন আগে সেনাবাহিনীকে মাঠে নামানোর খালেদা জিয়ার প্রস্তাবের সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, সেনাবাহিনী দরকার হলে মাঠে থাকবে। বেসামরিক সরকারে সেনাবাহিনীকে কেন ‘বিচারিক ক্ষমতা’ দিতে হবে?’। তিনি বলেন, বিএনপির জন্ম সেনাছাউনিতে, তারা সবসময় অসংবিধানিক কিছুর আশা করে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর নেতা দিলীপ রায়, হেদায়তুল ইসলাম স্বপন, আকতার হোসেন, মামুনুর রশীদ শুভ্র প্রমুখ।19/11/16-DT/NS/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি