আওয়ামী লীগে একটাই গ্রুপ‘সেটা জননেত্রী শেখ হাসিনা গ্রুপ : কাদের

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

আওয়ামী লীগে একটাই গ্রুপ‘সেটা জননেত্রী শেখ হাসিনা গ্রুপ : কাদের

নিউ সিলেট ডেস্ক ::::   আওয়ামী লীগে কোনো কোন্দল দেখতে চান না দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগে একটাই গ্রুপ থাকবে, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা গ্রুপ।
শনিবার বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরের জন্য এই সংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
নেতাকর্মীদের দলীয় কোন্দল না করার পরামর্শ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই দুই বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দল গোছানোর পাশাপাশি ভোটারদের মন জয় করতে এখন থেকেই তাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করতে হবে। এজন্য দলে দাঙ্গা-হাঙ্গামা ও গ্রুপিং করা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সততা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উন্নয়ন বিশ্বকে চমকে দিয়েছে। উন্নত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আগের তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে ডিজিটালে পরিণত করেছে। দেশের ষোল কোটি মানুষের ১২ কোটিই এখন মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিচ্ছে। দেশের কৃষি, মৎস্য, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব হয়েছে। এছাড়া বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করতে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে শেখ হাসিনার যেসব পদক্ষেপ নেন বিশ্বের অনেক দেশের সরকার প্রধানরাও তা গ্রহণ করেন।
ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীতে খাল খননের জন্য ৩২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রাস্তবায়িত হয়েছে সোনাপুর-জোরারগঞ্জ সড়ক ও কোম্পানীগঞ্জের মুসাপুর ক্লোজা প্রকল্প। এছাড়াও চৌমুহনী-ফেনী সড়ক চার লেনের কাজ প্রায় শেষের পথে। খুব শিগগির ফেনী-সোনাপুর, বেগমগঞ্জ-সোনাপুর, সোনাপুর-লাকসাম, লক্ষ্মীপুর-ফেনী সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, খালেদ মুহমুদ চৌধুরী, জি এম জাকির হোসেন, এনামুল হক শামীম, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, আহমেদ হোসেন, এইচ এম কামাল, ফরিদুন নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী প্রমুখ।19/11/16-DT/NS/-



This post has been seen 261 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১