সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: ভারতের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর রাতে পাটনা ইন্ডোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে ট্রেনের বগিগুলো লাইন থেকে ছিটকে পড়ে। এসময় অনেকেই গভীর ঘুমে ছিলেন। দুর্ঘটনাস্থল কানপুর থেকে প্রায় শত কিলোমিটার দূরে পুখরায়ানে
উদ্ধারকাজ চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বগিগুলোয় অনেকে চাপা পড়ে আছেন। এছাড়া অনেক যাত্রীই গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কানপুর পুলিশের মহাপরিদর্শক জাকি আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
ভারতের রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গেছেন। এছাড়া দুর্ঘটনার পরপরই একটি চিকিৎসক দলও পাঠানো হয়েছে। তবে কতজন যাত্রী ওই ট্রেনে ছিলেন তা এখনও জানা যায়নি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধারকাজ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। এছাড়া রেলমন্ত্রী সুরেশ প্রভু দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দলজিৎ সিং জানিয়েছেন, ঘটনাস্থলে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে ভারি যন্ত্রপাতি পাঠানো হয়েছে। লাইনচ্যূত বগিগুলোর মধ্যে দুটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যাও ওই বগিদুটোতেই বেশি।20/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি