সভাপতি ওমর সানি, সেক্রেটারি ফেরদৌস’

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

সভাপতি ওমর সানি, সেক্রেটারি ফেরদৌস’

নিউ সিলেট ডেস্ক ::::   চলচ্চিত্র ইন্ডা‌স্ট্রি‌তে বইছে নির্বাচনি হাওয়া। সামনেই চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। তারপরই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
আগামী ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে বর্তমান শিল্পী সমিতির মেয়াদ। নতুন সমিতির জন্য এখন থে‌কেই মাঠে নে‌মে‌ছেন কো‌নো কো‌নো তারকা।
তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ওমর সানি। চলতি মাসের শুরুর দিকেই তিনি ঘোষণা দিয়েছিলেন আগামী শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন। তবে কে হবে তার সেক্রেটারি সে বিষয়টি জানা যায়নি। এই পদটি নিয়ে যখন চলছিলো আলোচনা, উঠে আসছিলো বেশ কিছু নাম ঠিক তখনই ওমর সানি জানালেন তার প্যানেল থেকে সেক্রেটারি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক চিত্রনায়ক ফেরদৌস। শনিবার (১৯ নভেম্বর) রাতে নাইম-শাবনাজ অভিনীত ‘চাঁদনী’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি জমকালো আয়োজনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি।
তিনি বলেন, ‘আমি শিল্পী সমিতিতে বর্তমানে সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছি। শিল্পীদের ইচ্ছা পরামর্শে ও নিজের দায়িত্ববোধ থেকে এবারে সভাপতি পদের জন্য লড়াই করব। আর আমার সঙ্গে সেক্রেটারি হিসেবে থাকছে ফেরদৌস। চলিচ্চিত্রে ফেরিদৌসের ভালো একটি ইমেজ আছে। ওকে সঙ্গে নিয়ে নির্বাচন জমজমাট হবে বলেই প্রত্যাশা করছি। সবমিলিয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য আমরা ভালো কিছু বয়ে আনতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ফেরদৌস বলেন, সানী ভাই আমাকে তার প্যানেলের জন্য ভেবেছেন এটা আমার কাছে সম্মানের একটি বিষয়। আমি বরাবরই চলচ্চিত্রের জন্য নিজেকে নিবেদিত মনে করি। সাংগঠনিকভাবে শিল্পীদের সেবায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচিত বর্তমান কমিটির দায়িত্ব। এরপরই নব্বই দিনের মধ্যে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে আরেকটি প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর।
এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে চিত্রনায়ক শাকিব খান, সহ-সভাপতি পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদক জয়লাভ করেন অমিত হাসান।20/11/16/pb/ns/-



This post has been seen 400 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১