তারেক রহমানের ৫২তম জন্মদিন আজ” ফখরুল ইসলামের বাণী

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

তারেক রহমানের ৫২তম জন্মদিন আজ” ফখরুল ইসলামের বাণী

নিউ সিলেট ডেস্ক :::::   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন আজ রোববার। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে।
১৯৯৪ সালের ৩ ফেব্রয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মরহুম মাহবুব হোসেনের বড় মেয়ে ডা. জোবাইদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারেক।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরিবার জীবনে তিনি পেয়েছেন একটি রাজনৈতিক পরিমণ্ডল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া শেষ করে মাত্র ২২ বছর বয়সে মা খালেদা জিয়াকে সহযোগিতা করতে রাজনীতিতে হাতেখড়ি হয় তার।
১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির প্রাথমিক সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে পদার্পণের পূর্ব থেকেই তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ এর সংসদ নির্বাচনের সময় ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯৭ থেকে বনানীতে চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত সক্রিয় হন। ২০০১ সালে দু-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ নির্বাচনে জয়লাভের পেছনে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে তাকে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। ১/১১ সেনা নিয়ন্ত্রিত সরকার তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তিনি জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। বর্তমানে লন্ডনের সাউথ ওয়েলিংটন ও লন্ডন হাসপাতালে তারেক রহমানের চিকিৎসা চলছে। সপরিবারে সেখানে বাস করছেন তিনি।
এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে শনিবার দুপুরে পাঠানো এক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দুঃসময়ে তারেক রহমানের নিঃশঙ্ক মনোবল ও দৃঢ় নেতৃত্ব দুঃশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে। আমি তার আশু সুস্থতা,সুখী ও দীর্ঘজীবন কামনা করছি। তার প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, দেশাত্ববোধে জারিত হওয়া অপার সম্ভাবনাময় তারুণ্যদীপ্ত নেতার অভ্যুদয় দেশি-বিদেশি চক্রান্তকারীরা কখনোই মেনে নিতে পারেনি। তাই ১/১১-তে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে নিঃশেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন ও ক্রমাগত অপবাদের ধারা বর্ষণ চালায়। কিন্ত তারপরও তাকে বিচলিত করা যায়নি, বিপর্যস্ত করা যায়নি তার অটুট মনোবলকে।
তিনি বলেন, যাদের আন্দোলনের ফসল ছিল ১/১১ সরকার তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে আরো কয়েক ধাপ এগিয়ে যায়। অসংখ্য মামলা দিয়ে তাকে পর্যুদস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী সরকার। তবুও তারা তারেক রহমানকে দুর্বল করতে পারেনি।
এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরানখানি। দিবসটি উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।20/11/16-pb/ns/-



This post has been seen 246 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১