অ্যাটর্নি জেনারেলের স্বপদে থাকা রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

অ্যাটর্নি জেনারেলের স্বপদে থাকা রিট শুনানিতে হাইকোর্ট বিব্রত

নিউ সিলেট ডেস্ক :::::   অ্যাটর্নি জেনারেলের স্বপদে থাকা নিয়ে করা রিটের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানিতে বিব্রতবোধ করেন।
আদালত রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইডনূছ আলী আকন্দ।
পরে আইনজীবী ইডনূছ আলী আকন্দ বলেন, আদালতের একজন বিচারপতি রিট শুনানিতে বিব্রতবোধ করেছেন। নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি প্রয়োজন মনে করলে অন্য বিচারপতির কাছে দেবেন।
কোন কর্তৃত্ব বলে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন তা জানতে গত ১০ নভেম্বর রিট করেন আইনজীবী ইডনূছ আলী আকন্দ।
গত ২১ মার্চ এ বিষয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তার কোনো উত্তর না পাওয়ায় এই রিট করা হয় বলে জানান তিনি।20/11/16-pb/ns/-



This post has been seen 309 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১