কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

নিউ সিরেট ডেস্ক :::::   কুষ্টিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে সাইদুর রহমান (৪৫) নামে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে বাসের আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাইদুর রহমানের বাড়ি মাগুরা জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকের কুষ্টিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হায়ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সোহেলী ও হানিফ পরিবহনের দু’টি যাত্রীবাহী বাস বিত্তিপাড়া বাজারের কাছে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোহেলী পরিবহনের বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে কমপক্ষে ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সাইদুর রহমান মারা যান।20/11/16-pb/ns/-



This post has been seen 365 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১