সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন আগামী ১ জানুয়ারি

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন আগামী ১ জানুয়ারি

নিউ সিলেট ডেস্ক :::::   সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়ে আগামী ১ জানুয়ারি ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত তদন্তকারী সংস্থা র‌্যাব এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৪ দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।20/11/16-nb/ns/-



This post has been seen 308 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১