গাজীপুর কারাগারে ‘জঙ্গি’র সন্তান প্রসব

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

গাজীপুর কারাগারে ‘জঙ্গি’র সন্তান প্রসব

নিউ সিলেট ডেস্ক ::::   জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক নারী সন্তান প্রসব করেছেন গাজীপুর জেলা কারাগারে। তার নাম শাহানাজ আক্তার রুমি। তিনি একটি ছেলে সন্তানের মা হয়েছেন। তিনি গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিহত সারোয়ার জাহানের স্ত্রী। সারোয়ার সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ জানান, গত রাতে জন্মের পর থেকে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।
এই কারা কর্মকর্তা বলেন, সন্তান সম্ভাবনা রুমিকে হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার জন্য কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ১০ নভেম্বর গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। শনিবার দুপুরে তাকে কারাগার থেকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। ঢাকা থেকে ফেরত পাঠানোর পর রাত একটার দিকে তার ছেলে সন্তানের জন্ম হয়।
গত ৮ অক্টোবর র‌্যাবের অভিযানের সময় আশুলিয়ার এক বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় সারোয়ার জাহানের। ওই বাড়ি থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় আসামি করা হয় তাকে। সারোয়ার জাহান ছিলেন বন্দি থাকা রুমির দ্বিতীয় স্বামী। কারাগারে তার সঙ্গে তার ছয় বছর বয়সী এক সন্তানও থাকে।
শাহনাজ আক্তার রুমি তার স্বামী সারোয়ার জাহানের হাত ধরেই জঙ্গি তৎপরতায় জড়িয়েছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।20/11/16-dt/ns/-



This post has been seen 350 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১