নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাবে না জাতীয় পার্টি

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যাবে না জাতীয় পার্টি

নিউ সিলেট ডেস্ক :::::   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এই মুহূর্তে দলের লক্ষ্য জাতীয় নির্বাচন। কোনো জেলার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই।
সকালে রাজধানীতে জাতীয় পার্টিতে এক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এরশাদ। অনুষ্ঠানে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট এলায়েন্স-বিএনএর মহাসচিব এম শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগ দেন।
ঢাকা লাগোয়া জনপদ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই মধ্যে তার প্রার্থী ঘোষণা করেছে। বিএনপিও জানিয়েছে তারা ভোটে অংশ নেবে। দুই এক দিনের মধ্যেই তারাও ঘোষণা করবে প্রার্থী।
তবে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কোনো তৎপরতাই নেই আলোচিত এই নির্বাচন নিয়ে। যোগদান অনুষ্ঠানে এরশাদকে পেয়ে গণমাধ্যমকর্মীরা এই বিষয়টি নিয়েই জানতে চান। তবে তিনি সরাসরি কোনো জবাব না দিলেও পরোক্ষভাবে জানিয়ে দেন, এই নির্বাচন নিয়ে তার দলের কোনো মাথাব্যাথা নেই। এরশাদ বলেন, ‘নির্বাচনের ফলাফল কী হবে সেটা আগে থেকেই অনুমান করতে পারছি আমরা। এ কারণে, জেলার কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি। আমরা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। এ লক্ষ্যে ইতিমধ্যে জেলায় জেলায় কমিটিও গঠন করা হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে জিতে জাতীয় পার্টিই সরকার গঠন করবে বলে আশাবাদী এরশাদ। যোগদান অনুষ্ঠানে এ কথাটিও বলেছেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন এরশাদ। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ জন্য জাতীয় সংসদে আলোচনার দাবিও জানান তিনি
এরশাদ বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী সরকারও কিছুটা বিতর্কিত হয়েছে। এই অবস্থা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যায়ে ৪০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজের তদারকির জন্য কেন্দ্রীয়ভাবেও কয়েকটি কমিটি কাজ করছে।
অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগ দেয়া এম শহিদুর রহমান বলেন, এরশাদ জনগণের মনের কথা বুঝতে পারছেন। জনগণও সরকারের পরিবর্তন চাইছে। আগামীকে জাতীয় পার্টিকেই তারা ক্ষমতায় বসাবে।20/11/16-dt/ns/-



This post has been seen 321 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১