নারায়ণগঞ্জ নির্বাচন আইভীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

নারায়ণগঞ্জ নির্বাচন আইভীর মনোনয়নপত্র সংগ্রহ

নিউ সিলেট ডেস্ক :::::    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেলা সোয়া এগারোটায় আইভীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নির্বাচনে গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। শুক্রবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড মেয়র পদে আইভীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। এর দুই দিন পর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
এখন পর্যন্ত মেয়র পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়নপত্র কেনেন বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল।
বিএনপি এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও এখনও প্রার্থিতা চূড়ান্ত করেনি। আর গত বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন দলের স্থানীয় নেতা এ টি এম কামাল মনোনয়নপত্র কিনতে গিয়েও ফিরে আসেন প্রস্তুতির অভাবে। তবে এরপর আর তিনি রিটানির্ং কর্মকর্তার কার্যালয়ে যাননি।
আগামী ২২ ডিসেম্বরের ভোটে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর যাচাইবাছাই করবে নির্বাচন কমিশন। আর ৪ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। পরদিন চূড়ান্ত প্রতীক বরাদ্দ শেষে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।
মেয়র পদের পাশাপাশি গত তিন দিনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে এখন পর্যন্ত মোট ১১৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।20/11/16-dt/ns/-



This post has been seen 306 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১