নির্বাচিত হওয়ার ১১ মাস পরে মেয়রের দায়িত্বে জামায়াত নেতা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

নির্বাচিত হওয়ার ১১ মাস পরে মেয়রের দায়িত্বে জামায়াত নেতা

নিউ সিলেট ডেস্ক ::::   হাইকোর্টের আদেশে সাময়িকভাবে দায়িত্ব ফিরে পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে বরখাস্ত হওয়া জামায়াত নেতা নজরুল ইসলাম। নির্বাচিত হওয়ার ১১ মাসেরও বেশি সময় পর তিনি দায়িত্ব ফিরে পেলেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার আদেশ দেন। হাইকোর্টের আদেশ প্রতিপালনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে জানানো হয়।
দায়িত্ব হস্তান্তরের সময় পৌর কাউন্সিলররাসহ ছাড়াও পৌর সচিব মামুন উর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম ও পৌরসভার বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনমূলে এ বছরের ৯ মার্চ সাময়িকভাবে বরখাস্ত করা হলে তিনি ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন (নং ৩৮১২/২০১৬)। রিটের শুনানি শেষে বরখাস্ত আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করা হয়। ইতোমধ্যে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য মামলার বাদী কনটেম্পট পিটিশন দায়ের করেন। কনটেম্পট প্রসিডিং না হওয়ায় বরখাস্ত মেয়রকে দায়িত্ব প্রদানের জন্য বলা হয়।
গত বছর ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ হাজার ৫শ’ ভোট পেয়ে মো. নজরুল ইসলাম মেয়র পদে নির্বাচিত হন। কিন্ত নাশকতা মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করায় স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ।20/11/16-pb/ns/-



This post has been seen 283 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১