বিপুল পরিমাণ মাদকসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

বিপুল পরিমাণ মাদকসহ প্রাইভেটকার জব্দ

নিউ সিলেট ডেস্ক : রাজশাহী নগরীর উপকণ্ঠ মাহেন্দ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর উপকণ্ঠ মাহেন্দ্র এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
পুলিশের জানায়, পুলিশ চেকপোস্ট দেখে ওই প্রাইভেটকার (চট্রগ্রাম মেট্রো-ভ-০২-০৮২৬) ফেলে পালিয়ে যায় অজ্ঞতরা। পরে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কে ওই অভিযান চালায় পুলিশ। এসময় রাজশাহীগামী ওই প্রাইভেটকারটিকে থামতে সংকেত দিলে দূরেই প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক ও অন্যান্যরা। পরে সেখান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এনিয়ে রাতেই থানায় মামলা হয়েছে। পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।n24/ns/-



This post has been seen 303 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮