সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: ইংল্যান্ডের সামনে খুব বড় রানের টার্গেট দিতে পারলো না ভারত। অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো স্বাগতিকরা। মাত্র ২০৪ রানে শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ইংল্যান্ডকে ৪০৫ রানের টার্গেট দিল বিরাট কোহলিরা।
রবিবার সকালে ৩ উইকেটে ৯৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। আগের দিন ৫৬ রানে অপরাজিত ছিলেন কোহলি। এদিন শতরান না পেলেও কোহলির জন্যই জেতার মতো স্কোর করা সম্ভব হয়েছে। ৮১ রান করেন কোহলি। অজিঙ্কা রাহানে ২৬ রান করেন। রবীচন্দ্রন অশ্বিন (৭), ঋদ্ধিমান সাহা (২), রবীন্দ্র জাদেজা (১৪), উমেশ যাদব (০) দ্রুত ফিরে যাওয়ায় বড় স্কোর করতে ব্যর্থ হয় ভারত। তবে শেষ উইকেট জুটিতে জয়ন্ত যাদব (২৭ অপরাজিত) ও মোহাম্মদ শামি (১৯) লড়াই না করলে দ্বিতীয় ইনিংসে ভারতকে লজ্জা পেতে হতো। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ও আদিল রশীদ ৪টি করে উইকেট নেন।
৪০৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলেছে সফরকারীরা। কুক ৪৫ ও হামিদ ২৪ রানে ব্যাট করছিলেন। জয় থেকে তখনও ৩৩৬ রানে দূরে ইংল্যান্ড। বিশাখাপত্তনাম টেস্টের আজ চতুর্থ দিন।
ভারত ১ম ইনিংস: ১২৯.৪ ওভারে ৪৫৫ (কোহলি ১৬৭, অশ্বিন ৫৮, ঋদ্ধিমান ৩, জাদেজা ০, জয়ন্ত ৩৫, উমেশ ১৩, শামি ৭*; অ্যান্ডারসন ৩/৬২, ব্রড ১/৪৯, স্টোকস ১/৭৩, আনসারি ০/৪৫. রশিদ ২/১১০, মইন ৩/৯৮, রুট ০/৯)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২২৫/১০ (কুক ২, হামিদ ১৩, রুট ৫৩, ডাকেট ৫, মঈন ১, স্টোকস ৭০, বেয়ারস্টো ৫৩, রশীদ ৩২ ; শামি ১/২৮, উমেশ ১/৫৬, জাদেজা ১/৫৭, অশ্বিন ৫/৬৭, জয়ন্ত ১/৩৮)
ভারত দ্বিতীয় ইনিংস: তৃতীয় দিন শেষে ২০৪/১০ (বিজয় ৩, রাহুল ১০, পূজরা ১, কোহলি ৮১, রাহানে ২৬, জাদেজা ১৪, যাদব ২৭*, সামি ১৯; অ্যান্ডারসন ১/৩৩, ব্রড ৪/৩৩, রশীদ ৪/৮২, মঈন ১/৯)।20/11/16-dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি